জিপিএসে নির্দেশিত রুট অনুসরণ করাই জীবনের কাল হলো
জিপিএস ত্রুটির কারণে একজন ব্যক্তি প্রাণ হারিয়েছেন। ফিল প্যাক্সন (৪৭) তার মেয়ের নবম জন্মদিন উদযাপন করে বাড়ি ফিরছিলেন। প্রবল বৃষ্টি এবং দমকা হাওয়া সহ বাইরে অন্ধকার। অন্ধকারে হারিয়ে যাওয়া এড়াতে ফিল জিপিএস চালু করল।
কিন্তু এতেই জীবনের কাল হল।
ফিল জিপিএসে নির্দেশিত রুট অনুসরণ করেছিল। কিছুক্ষণ পর গাড়ি নিয়ে একটা ব্রিজে উঠল। গাড়িটি সেতু থেকে ছিটকে নদীতে পড়ে যায়। ঘটনাস্থলেই ফিল মারা যান। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায়।
পুলিশ জানিয়েছে, নয় বছর আগে সেতুটি ভেঙে ফেলা হয়েছিল। ফলে সেতুটি নদীর ওপর দিয়ে চলে গেছে। প্রবল বৃষ্টিতে ফিল আন্দাজ করতে পারেনি। ফলে তিনি গাড়িসহ নদীতে পড়ে যান। উত্তর ক্যারোলিনা স্টেট হাইওয়ে প্যাট্রোল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
প্রাথমিক তদন্তে দুর্ঘটনার কারণ হিসেবে গতি, মাদক বা অ্যালকোহলের কোনো প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু ফিল গাড়ি চালানোর স...